আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসব। বরাবরের মতো দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বসবে ১০ দিনব্যাপী উৎসবটির ২৮তম আসর। এবার উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। সিনেমা তিনটি হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘বলী’ (দ্য রেসলার) ও ‘আগন্তুক’ (দ্য স্ট্র্যাঞ্জার)। তিনটি সিনেমারই প্রিমিয়ার অনুষ্ঠিত হবে এ উৎসবে। এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতাদের সিনেমা নিয়ে প্রতিযোগিতা বিভাগ ‘জিসুক’-এ লড়াই করবে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, অন্যদিকে সম্ভাবনাময় নতুন নির্মাতাদের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে বলী ও আগন্তুক। এর আগে ২০২১ সালেও বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছিল বুসান চলচ্চিত্র উৎসবে।
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে নিজেদের জীবনের বেশকিছু অংশের গল্প সিনেমার আদলে তুলে ধরার চেষ্টা করেছেন ফারুকী-তিশা। সিনেমার গল্প একজন খ্যাতিমান নির্মাতা ও জনপ্রিয় অভিনেত্রীর বিয়ে, সংসার, সন্তান নেওয়া এবং সন্তান নেওয়ার পরের স্ট্রাগলসহ নানা দিক নিয়ে। অটোবায়োগ্রাফি বলেই পরিচালনার পাশাপাশি প্রথমবারের মতো এ সিনেমায় অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যথারীতি ফারুকীর বিপরীতে আছেন তাঁর সহধর্মিণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মা হওয়ার পর এই প্রথম কোনো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ফারুকীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তিশা।