দেড় কোটি টাকার শাড়ি আছে তাঁর কাছে, ভালোবাসেন বাংলাদেশের শাড়ি

প্রথম আলো প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১৭:৫৯

তামিল পরিবারের মেয়ে উষা উত্থুপ। সত্তর দশক থেকে জনপ্রিয় এই সংগীতশিল্পী এখনো গান গেয়ে চলেছেন। সচরাচর যে রকম কণ্ঠ আমরা ভারতীয় উপমহাদেশে শুনে থাকি, তার চেয়ে খানিকটা আলাদা উষার কণ্ঠ। ২৫টি ভাষায় বহু গান গেয়েছেন এই শিল্পী।


পোশাক ও পারিপাট্যের জন্যও তিনি বিশেষভাবে সমাদৃত। আর পোশাক বলতে উষা উত্থুপ মূলত যা বোঝেন, সেটা শাড়ি।


তাঁর এই শাড়িপ্রীতির গল্প বিভিন্ন সাক্ষাৎকারেও উঠে এসেছে। ছোটবেলা থেকেই শাড়ির প্রতি বিশেষ টান, কিন্তু মধ্যবিত্ত মা-বাবা নতুন নতুন শাড়ি কিনে দিতে পারতেন না। তবে এখন তাঁর সংগ্রহে আছে বিভিন্ন দাম ও নকশার ছয় শর বেশি শাড়ি। উষা বলেন, ‘প্রতিটি ডিজাইনের শাড়ির পেছনে একেকটি রোমাঞ্চকর গল্প রয়েছে। এমনকি আমার সংগীতের জীবনের সূচনায় মাদ্রাজের নাইট ক্লাব “নাইন জেমস”থেকেও গান গাওয়ার বিপরীতে প্রথম বেতন হিসেবে পেয়েছিলাম শাড়ি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us