অভিযুক্তদের ভোগান্তি কমানোর পথ খুঁজছে সরকার

সমকাল প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১৩:২৩

ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্তদের ভোগান্তি কমানোর পথ খুঁজতে শুরু করেছে সরকার। কঠোর এ আইনটি বাতিল করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে এ সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। আইনটি পাস হলে আগের আইনে অভিযুক্তরা বাড়তি কিছু সুবিধা পেতে পারে। নতুন আইনে জামিন লাভ সহজ হতে পারে, কমতে পারে সাজা।  ডিজিটাল নিরাপত্তা আইনে ইতোমধ্যে অভিযুক্তদেরও এ সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার। সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সরকারের এমন মনোভাবের কথা জানা গেছে।


ডিজিটাল নিরাপত্তা আইনটি সংশোধনের সঙ্গে যুক্ত সরকারের আইন বিশেষজ্ঞরা অভিযুক্তদের ভোগান্তি নিরসনের বিষয়টিতে জোর দিচ্ছেন। বিষয়টি কীভাবে নতুন আইনে যুক্ত করা হবে, তা নিয়ে আইনি যুক্তি তৈরি করতে কাজ করছেন তারা। এ ক্ষেত্রে সংবিধানের ‘বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ’ শীর্ষক ৩৫ অনুচ্ছেদের বিধান নিয়ে মূল আলোচনা হচ্ছে। ৩৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘...অপরাধ-সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us