নারী–পুরুষের জননাঙ্গে মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) কারণে আঁচিল হয়। এই রোগের অন্যতম লক্ষণ হচ্ছে ব্যথা, অস্বস্তি ও চুলকানি। পুরুষ ও নারীদের জননাঙ্গের আশপাশে এক বা একাধিক গুচ্ছ আঁচিল দেখা দিতে পারে। পুরুষের তুলনায় নারীদের এই রোগে আক্রান্তের হার বেশি।
জননাঙ্গের আঁচিল নানা রূপে দেখা দিতে পারে। সবচেয়ে সাধারণগুলো হচ্ছে ছোট, বিক্ষিপ্ত, একটু ফোলা। এ ছাড়া চামড়ার রং কালচে হয়ে যাওয়া, জননাঙ্গে একগুচ্ছ ফোলা অংশ, কুঁচকির কায়গায় চুলকানি ও অস্বস্তি বোধ করা, যৌন সংসর্গের সময় রক্তপাত ও পরে ব্যথা হতে পারে।
নারীদের ক্ষেত্রে আক্রান্তের স্থান জননাঙ্গের ভেতরে ও মুখে, জরায়ু, গ্রীবা ও কুঁচকিতে হতে পারে। পুরুষদের ক্ষেত্রে পুরুষাঙ্গে, অণ্ডথলি, ঊরু বা কুঁচকিতে হতে পারে।