ঢাকার শেয়ারবাজারে প্রথম এক ঘণ্টায় ১০০ কোটি টাকার বেশি লেনদেন

প্রথম আলো প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১১:৫২

আজ ঢাকার শেয়ারবাজারে প্রথম এক ঘণ্টায় যেসব কোম্পানির লেনদেন হয়েছে, তার বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেনেও গতি আছে। তবে প্রথম ঘণ্টার পর তিনটি সূচকের মধ্যে দুটি সূচক কমেছে। প্রথম ঘণ্টায় লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।


আজও দেখা যাচ্ছে, যেসব কোম্পানি লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে, সেগুলো ঠিক বিনিয়োগকারীদের আকর্ষণ করার মতো নয়। কয়েক মাস ধরে লেনদেনের শীর্ষে আছে ফু ওয়াং ফুড; দ্বিতীয় স্থানে আছে এমারেল্ড অয়েল; তৃতীয় স্থানে আছে খান ব্রাদার্স। এর মধ্যে খান ব্রাদার্সের উৎপাদন বন্ধ; এমারেল্ড অয়েলের উৎপাদন কার্যক্রম আংশিক চলছে। ফু ওয়াং ফুডের উৎপাদনও পুরোপুরি সচল নয়। অর্থাৎ দেখা যাচ্ছে, যেসব কোম্পানির উৎপাদন আংশিক বা পুরোপুরি বন্ধ, সেই সব কোম্পানির শেয়ারই লেনদেনের শীর্ষে আছে।


ভালো মৌল ভিত্তিসম্পন্ন অনেক কোম্পানির শেয়ারের দাম মূল্যস্তরে আটকে আছে। অথচ লেনদেনে নিম্ন বা মাঝারি মানের কোম্পানির দাপট দেখা যাচ্ছে। সে কারণে বিনিয়োগকারীরা বাজারের বিষয়ে আগ্রহী হচ্ছেন না; নতুন বিনিয়োগ আসছে না। বাজারে বেশ কিছুদিন ধরে তাই মন্থর অবস্থা দেখা যাচ্ছে।


বাজার বিশ্লেষকেরা বলছেন, ইদানীং যেসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি ঘটছে, সেই সব কোম্পানির শেয়ার লেনদেনের তালিকায় শীর্ষে উঠে আসছে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে ব্যবস্থা না নেওয়ার কারণে বিনিয়োগকারীরা বাজার বিমুখ হচ্ছেন।


দিনের প্রথম এক ঘণ্টা ছয় মিনিট লেনদেনের পর বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক ৪৯ পয়েন্ট; ডিএসইএস কমেছে শূন্য দশমিক ১৫৭ পয়েন্ট; ডিএস ৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৫১ পয়েন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ফের শেয়ারবাজারে বড় দরপতন

জাগো নিউজ ২৪ | ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
৯ মাস, ২ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us