বিনা মূল্যে দুধ পান করানোর পাইলট কর্মসূচি (স্কুল মিল্ক ফিডিং) আশা জাগিয়েছিল। কিন্তু প্রথম আলোর খবর বলছে, চুয়াডাঙ্গায় এই কর্মসূচি শুরুতেই হোঁচট খেয়েছে। চারটি স্কুলের তিনটিতে শুরুই হয়নি, একটিতে কর্মসূচি চালুর পরপরই দুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কর্মসূচিটি নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে স্থানীয় প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রথম আলোর খবর বলছে, এই কর্মসূচি চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল, জীবননগরের শিংনগর, দামুড়হুদার কালিয়াবকরি ও আলমডাঙ্গার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একনাগাড়ে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুরু করা গেছে শুধু কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
কিন্তু দুধ সরবরাহে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের স্থানীয় পরিবেশক ১৭ দিনের মাথায় তাদের কাজ বন্ধ করে দিয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপর। কারণ, স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির কারণে দরিদ্র পরিবারগুলো সন্তানকে স্কুলে পাঠাতে আগ্রহী হয়ে উঠেছিল।