কয়েক বছরে একবার দেখা মেলে কর্পস ফুলের। বিশালাকারের এই রঙিন ফুল যে কারও নজর কাড়বে, কিন্তু পাশে গেলে নাক সিটকাতে হবে। এ যে পচা মাংসের গন্ধ। অবাক হলেও সত্যি, কর্পস ফুলের গন্ধ সহ্য করা কঠিন। তবে বিরল হওয়ায় অনেকেই ফুলটি দেখতে ছুটে যান।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের পাশে হান্টিংডন পাঠাগারে সম্প্রতি একটি কর্পস ফুল ফুটেছে। ফুলটি দেখতে সেখানে যাচ্ছেন অনেকেই। কয়েক বছর পরপর এ ফুল ফুটে থাকে।
সেখানকার মালি ব্রাইসি ডান বলেন, ‘মাংস পচে গেলে যেমন গন্ধ ছড়ায়, এ ফুলের গন্ধ একেবারে ওই রকম।’ তিনি আরও বলেন, পরাগায়নের জন্য ক্যারিয়ন মাছিকে আকৃষ্ট করতে এই ফুল পচা মাংসের মতো গন্ধ ছড়িয়ে দেয়। এ গন্ধ যত প্রকট হয়ে, ফুলটির প্রতি মাছি তত বেশি আকৃষ্ট হয়। এ ধরনের মাছি পশুর পচে যাওয়া মাংসের ওপর বসে।