‘আফগানিস্তানে তালেবান যখন নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দুয়ার বন্ধ করে দিল, তখন আমার একমাত্র আশা ছিল বৃত্তি নিয়ে দেশের বাইরে পড়তে যাওয়া।’
এই কথাগুলো নাতকাইয়ের (ছদ্মনাম)। বয়স ২০ বছর। গত ২৩ জুলাই বিমানবন্দরে যেতে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নেন। উদ্দেশ্য বাইরে পড়তে যাওয়া। কিন্তু সেই স্বপ্ন তাঁর পূরণ হলো না। তালেবান তাঁকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার পর বিবিসিকে এসব বলেন তিনি।
নাতকাই বৃত্তি পেয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্ববিদ্যালয়ের। আমিরাতের ধনকুবের শেখ খালাফ আহমাদ আল হাবতুর এই বৃত্তি দিয়ে থাকেন। বিবিসি জানতে পেরেছে, নাতকাই ছাড়াও এই বৃত্তি পেয়েছেন আফগানিস্তানের শতাধিক নারী। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে আফগানিস্তান ছেড়েছেন। কিন্তু অনেকেরই এই বৃত্তি নিয়ে আমিরাতে পড়তে যাওয়ার সুযোগ বন্ধ করেছে তালেবান। কমপক্ষে ৬০ জন নারীকে তালেবান বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে।