নাগরিক টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হতে যাচ্ছে নতুন তিনটি ধারাবাহিক নাটক।
সেপ্টেম্বর থেকে দর্শকরা ‘গৃহলক্ষ্মী’, ‘হালের হাওয়া’ এবং ‘কিশোর গ্যাং’ নামে এই তিনটি ধারাবাহিক দেখতে পাবেন নাগরিক টেলিভিশনের পর্দায় এবং নাগরিকের ইউটিউব চ্যানেলে।
নাগরিকের অনুষ্ঠান বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সপ্তাহের শনি, রবি এবং সোমবার দেখানো হবে ‘গৃহলক্ষ্মী’।
একই সময়ে সপ্তাহের মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার প্রচার হবে ‘হালের হাওয়া’। আর ‘কিশোর গ্যাং’ প্রচার হবে শনি থেকে বুধবার রাত ১০টা ৩০ মিনিটে।