বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৮ আগস্ট। চলুন দেখি বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল।
মার্টিন লুথার কিং জুনিয়রের সেই ভাষণ
মার্টিন লুথার কিং জুনিয়র—যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষা আন্দোলনে ইতিহাস বদলে দেওয়া একটি নাম। ১৯৬৩ সালের ২৮ আগস্ট এই কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক একটি ভাষণ দেন। প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষের উপস্থিতিতে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘আই হ্যাভ আ ড্রিম...।’ বর্ণবাদ নিরসনের আন্দোলনে মার্টিন লুথার কিং জুনিয়রের এই বক্তব্য যুগান্তকারী উচ্চারণ হিসেবে আজও বিবেচিত হয়।
এমআরআই যন্ত্র উদ্ভাবন
চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন এনেছে এমআরআই বা ম্যাগনেটিক রেসোনেন্স ইমাজিং যন্ত্র। এই যন্ত্র ব্যবহার করে মানুষের শরীর স্ক্যান করা যায়। এতে রোগ শনাক্ত করা সহজ হয়। ১৯৮০ সালের এই দিনে স্কটল্যান্ডের এবারডিন রয়্যাল ইনফারমারিতে প্রথমবারের মতো এমআরআই যন্ত্র ব্যবহার হয়।