ব্রিকসে বাংলাদেশের ‘কূটনৈতিক ব্যর্থতা’ দেখছেন কূটনীতিক হুমায়ুন কবির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ০৮:৪১

ব্রিকসে যুক্ত হতে ছয়টি নতুন দেশ নির্বাচিত হলেও তাতে বাংলাদেশের নাম না থাকার জন্য কূটনৈতিক ব্যর্থতাকে কারণ হিসেবে চিহ্নিত করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির।


তিনি মনে করেন, এমন ক্ষেত্রে যে বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা চালানোর প্রয়োজন ছিল, যার ঘাটতি ছিল।


প্রত্যাশা পূরণ এখন না হলেও ব্রিকসের সদস্য না হতে পারার ব্যাখ্যা দিয়ে সামনের কর্মপরিকল্পনা ঠিক করার পরামর্শ সাবেক এই রাষ্ট্রদূতের।


হুমায়ুন কবির রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউট এ যোগ দিয়ে বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য হওয়ার জন্য নির্বাচিত হয়নি দেখে তিনি মোটেই অবাক হননি।


“গত কয়েক মাস ধরে পররাষ্ট্রমন্ত্রী যেমন নিশ্চয়তা দিচ্ছিলেন কিংবা আত্মবিশ্বাসী যেসব বক্তব্য দিচ্ছিলিন, তা থেকে আমিও কিছুটা আশা করেছিলাম। কিন্তু আমি একেবারে অবাক হইনি কারণ, কারণ আপনি যদি দেখেন, যেসব দেশ তালিকায় রয়েছে, বিশ্বে বহুপাক্ষিক পরিমণ্ডলে তাদের অবস্থান বাংলাদেশ থেকে সামনে।”


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয় ইনসাইড আউটের এ পর্বটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us