কাজের সময় জরুরি কোনো ওয়েবসাইটের তথ্য সংগ্রহের জন্য তা ডাউনলোডের প্রয়োজন হয়। কিছু অংশের স্ক্রিনশট নিয়ে ইমেজ আকারে সংগ্রহ করা গেলেও পুরো পেজের স্ক্রিনশট নেওয়া যায় না। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সহজেই ওয়েবসাইটের পেজ ‘পিডিএফ’ ফরম্যাটে ডাউনলোড করা যায়।
এ জন্য ব্রাউজারের ওপরের ডান পাশে থ্রি-ডট অপশনে ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। পেজ প্রিন্ট হওয়ার সেটিংস পেজ দৃশ্যমান হবে। নির্দিষ্ট পেজের ওপরের দিকে সেভ অ্যাজ ‘পিডিএফ’ নামে অপশনে ক্লিক করলেই ওয়েবপেজটির ফুল পেজ পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।