২০২২ সালে শিক্ষা খাতে র্যানসমওয়্যারের হামলা সবচেয়ে বেশি হয়েছে। ৭৯ শতাংশ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান র্যানসমওয়্যার হামলার সম্মুখীন হয়েছে। নিম্নশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮০ শতাংশ প্রতিষ্ঠানে র্যানসমওয়্যারের হামলা হয়েছে। যার মাত্রা ২০২১ সালের ৫৬ শতাংশ থেকে ৬৪ শতাংশে বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি দ্য স্টেট অফ র্যানসমওয়্যার ইন এডুকেশন ২০২৩ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস।
সবচেয়ে বেশি যে খাতগুলো মুক্তিপণ দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো শিক্ষা খাত। প্রতিবেদনে উঠে এসেছে, অর্ধেকের বেশি (৫৬ শতাংশ) উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় অর্ধেক (৪৭ শতাংশ) নিম্নশিক্ষা প্রতিষ্ঠান মুক্তিপণ প্রদান করেছে। মুক্তিপণ পরিশোধ করার কারণে উচ্চ এবং নিম্নশিক্ষা উভয় প্রতিষ্ঠানেই ডাটা রিকভার বা তথ্য পুনরুদ্ধারের খরচ বৃদ্ধি হয়েছে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্তিপণ প্রদানের সময় তথ্য পুনরুদ্ধারের খরচ (মুক্তিপণের অর্থ বাদে) হয়েছিল ১.৩১ মিলিয়ন ডলার। কিন্তু ব্যাকআপ ব্যবহার করা অবস্থায় মুক্তিপণের খরচ কমে গিয়ে হয়েছিল ৯৮০,০০০ ডলার।