৬ প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্বারোপ সংসদীয় কমিটির

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ১৯:৪৭

বিভিন্ন সংস্থার বাস্তবায়নাধীন ছয়টি প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্বারোপ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সেইসঙ্গে স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে বরাদ্দকৃত আর্সেনিকমুক্ত টিউবওয়েল বিতরণে অধিক স্বচ্ছতার জন্য লটারি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।


রোববার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।


বৈঠকে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। এসময় কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা উপস্থিত ছিলেন।


সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন প্রকল্পসমূহের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us