বর ও কনের বাড়ির দূরত্ব মাত্র সাত কিলোমিটার। অথচ এইটুকু পথ পাড়ি দিয়ে কনেকে বাবার বাড়ি থেকে বরের বাড়ি, আবার বরের বাড়ি থেকে বাবার বাড়ি আনা–নেওয়া করা হয়েছে হেলিকপ্টারে। গতকাল শুক্রবার ও আজ শনিবার এমন ঘটনার সাক্ষী হয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা ও টঙ্গিবাড়ী উপজেলার কাইচাইল গ্রামের শত শত মানুষ।
কনের নাম মরিয়ম আক্তার সুস্মিতা। তিনি সদর উপজেলার রামপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফুলন কাজীর মেয়ে। বর কাইচাইল গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে সাব্বির হোসেন। সাব্বির একজন প্রবাসী। তিনি ফিলিপাইনে তৈরি পোশাকের ব্যবসা করেন। শুক্র ও শনিবার দুই দিন হেলিকপ্টারে আস-যাওয়ার ভাড়া বাবদ গুনতে হয়েছে তিন লাখ টাকা। এতেও খুশি পরিবার দুটি।