বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে যোগ দেওয়ার পর জামাল ভূঁইয়ার প্রয়োজন ছিল ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট (আইটিসি)। শনিবার (২৬ আগস্ট) রাতে সেই আইটিসি পেয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক।
নতুন ক্লাব সোল দা মায়োর জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই জামাল ভূঁইয়ার। আগামীকাল (রোববার) আর্জেন্টিনার ক্লাবের জার্সিতে প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে ডেনমার্ক প্রবাসী এ মিডফিল্ডারের।
বৃহস্পতিবার রাতে জামাল ভূঁইয়ার আইটিসির অনুরোধ আসে বাফুফেতে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে জামালের আইটিসি নিয়ে কাজ করতে পারেনি বাফুফে। শনিবার বাফুফে থেকে জামাল ভূঁইয়ার পুরোনো ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয় তাদের কোনো আপত্তি আছে কি না এবং থাকলে যথাযথ প্রমাণ পাঠাতে। শেখ রাসেল ক্রীড়া চক্র বাফুফেকে মৌখিকভাবেই জানিয়ে দেয় তাদের কোনো আপত্তি নেই।