গান শোনার পোর্টেবল যন্ত্র ওয়াকম্যান দিয়ে ৮০’র দশকে তরুণ প্রজন্মের গান শোনার ধরনই পাল্টে দিয়েছিল সনি। জাপানি এই কোম্পানি এখন কাজ করছে পোর্টেবল প্লেস্টেশন নিয়ে।
বছরের শেষ নাগাদ পোর্টেবল এই গেইম কনসোল আনতে যাচ্ছে সনি। ওয়াইফাই সেন্সরযুক্ত প্লে স্টেশন পোর্টাল নামের হ্যান্ডহেল্ড রিমোট প্লেয়ারটিতে থাকবে আট ইঞ্চির ৬০ এফপিএসের ১০৮০পি রেজুলিউশনের এলসিডি ডিসপ্লে, এবং ডিভাইসটির দাম হবে দুশো ডলার।
“ওয়াইফাইয়ের মাধ্যমে পিএস৫ এর সঙ্গে যুক্ত হবে প্লেস্টেশন পোর্টাল, যার মাধ্যমে এই প্লেস্টেশন পোর্টাল ব্যবহার করে সরাসরি পিএস৫ এ খেলেতে পারবেন আপনি।” -- বলেছেন সনি ইন্টার্যাকটিভ ইন্টারটেইনমেন্টের প্ল্যাটফর্ম এক্সপেরিয়েন্স ভাইস প্রেসিডেন্ট হিদিয়াকি নিশিনো।
“আপনার পিএস৫ কনসোলে ইনস্টল করা গেইমগুলো খেলেতে পারবেন প্লেস্টেশন পোর্টালের মাধ্যমে যেখানে ব্যবহার করা হয়েছে ডুয়ালসেন্স কন্ট্রোলার।” - বলেছেন তিনি।