ব্রিটিশ মিউজিয়ামের চুরি যাওয়া কিছু সম্পদ উদ্ধার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ২১:০৭

ব্রিটিশ মিউজিয়াম থেকে প্রায় ২ হাজার সম্পদ চুরি গেছে বলে ধারণা করা হয়। তবে এইসব সম্পদের কিছু কিছু উদ্ধার হতে শুরু হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান জর্জ ওসবোর্ন।


সাবেক এই চ্যান্সেলর স্বীকার করেছেন যে চুরির ঘটনায় জাদুঘরের সুনাম নষ্ট হয়েছে। তবে এখন সেই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।


চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে জাদুঘরের একজন কর্মী ইতোমধ্যে বরখাস্ত হয়েছেন। চুরি হওয়া ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন এর পরিচালক হার্টউইগ ফিশার। একইসঙ্গে দায়িত্ব থেকে সাময়িক ইস্তফা দিয়েছেন তার ডেপুটি জোনাথন ইউলিয়ামসও।


বিবিসি জানায়, এমাসের শুরুর দিকে বেশ কিছু সংখ্যক নিদর্শন খোয়া যাওয়া, চুরি যাওয়া কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে আসার পর থেকেই মিউজয়াম কর্তৃপক্ষ চাপে ছিল।


চুরি যাওয়া সম্পদের মধ্যে ছিল স্বর্ণালঙ্কার, রত্নপাথর ও গ্লাস। সেগুলো মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল না। বেশিরভাগ সামগ্রীই অ্যাকাডেমিক ও গবেষণার কাজে একটি স্টোর রুমে সংরক্ষিত ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us