You have reached your daily news limit

Please log in to continue


বদহজমের ঘরোয়া প্রতিকার

পেটে সমস্যা হলে কেমন লাগে তা ভুক্তভোগী মাত্রই জানেন। বদহজম এমনই একটি পেটের সমস্যা। পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে প্রবাহিত হলে বদহজম হয়। ভালোভাবে চিকিৎসা না করলে পেট ফাঁপা, ব্যথা, ভারী হওয়া এবং এমনকী বমি বমি ভাবের মতো অস্বস্তি হতে পারে। এক্ষেত্রে আপনি ওষুধের উপর পুরোপুরি নির্ভর করতে পারবেন না কারণ তা দীর্ঘমেয়াদে খুব বেশি সহায়ক নাও হতে পারে। তাই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই পেট শান্ত করার জন্য বদহজমের কারণ ও প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাক বদহজম প্রতিরোধের ঘরোয়া উপায়-

বেকিং সোডা

বদহজমের কারণ হতে পারে অতিরিক্ত অ্যাসিডের মাত্রা। মটরশুটি, বাঁধাকপি, দুগ্ধজাত দ্রব্য এবং পেঁয়াজের মতো কিছু খাবারের ফলে বদহজম হয়। বেকিং সোডায় সোডিয়াম বাইকার্বোনেট রয়েছে যা পেটের অ্যাসিডকে নিরপেক্ষ করতে অ্যান্টাসিড হিসাবে কাজ করে। সোডিয়াম বাইকার্বোনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা পাকস্থলীর অ্যাসিডের প্রভাব ভেঙে দেয়। এটি পাচনতন্ত্রকে ডিটক্সিফাই করে যা বদহজম থেকে মুক্তি দেয়। পানি, মধু এমনকি লেবুর সঙ্গেও বেকিং সোডা মিশিয়ে খেতে পারেন, যেটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হয়। এটি বদহজমের প্রতিকার হিসেবে বেশ কার্যকর।

আপেল সাইডার ভিনেগার

আপেল সাইডার ভিনেগার বদহজমের সবচেয়ে কার্যকর প্রতিকারের একটি। আপনি যদি হজমের সমস্যায় ভুগে থাকেন তবে এটি আপনার জন্য হতে পারে চমৎকার ঘরোয়া উপায়। এটি ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজের একটি চমৎকার উৎস, যা হজমে সাহায্য করে। ভিনেগার অ্যাসিডিক প্রকৃতির যা চর্বি ভেঙে দেয়, অ্যাসিড রিফ্লাক্স প্রতিরোধ করে। আপেল সাইডার ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড তার পাচক গুণাবলীর কারণে বদহজম নিরাময়ে সাহায্য করে।আপেল সাইডার ভিনেগার পানি বা মধুর সঙ্গে খেতে পারেন।

মৌরি

মৌরিতে ফেনকোন এবং এস্ট্রাগোলসহ কিছু যৌগ থাকে যা অন্ত্রের ট্র্যাক্ট থেকে গ্যাস প্রতিরোধ বা অপসারণ করতে কাজ করে। এই তেলগুলো গ্যাস্ট্রিক রসের উৎপাদন বাড়াতে সাহায্য করে একটি মসৃণ হজম প্রক্রিয়া শুরু করে। এতে অ্যান্টিস্পাসমোডিক বৈশিষ্ট্যও রয়েছে যা শ্বাসযন্ত্র, পাকস্থলী এবং অন্ত্রের রেখাযুক্ত পেশী কোষগুলোকে শিথিল করতে সহায়তা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন