জুয়া কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণার আগেই ছিটকে যান ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা। যদিও দীর্ঘ ৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র। ২৩ সদস্যের সেই দলে ৭ ফরোয়ার্ডকে রাখা হয়েছে। তবে তাদের একজন নিয়ে শঙ্কায় পড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র পায়ের পেশিতে চোট পেয়েছেন। সেই কারণে লা লিগায় পরের ম্যাচে তাকে পাবে না রিয়াল। একইসঙ্গে ব্রাজিলের হয়েও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
গতকাল (শুক্রবার) লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলে জয় পায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একমাত্র গোলটি করেন তরুণ সেনসেশন জুড বেলিংহ্যাম। তবে কার্লো আনচেলত্তির কপালে ভাঁজ ধরানো মুহূর্ত আসে ম্যাচের মাত্র ১৮ মিনিটে। ওই সময় পায়ের পেশির চোটে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি এই ধরনের ইনজুরিতে পড়েছেন।