বিরাট কোহলির ফিটনেস সচেতনতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফিট থাকতে খাওয়া দাওয়া, ঘুম সবকিছুই নিয়মিত করে থাকেন তিনি। ‘সুপারফিট’ কোহলিকেই এবার ফিটনেস টেস্টে ছাড়িয়ে গেলেন শুভমান গিল।
এশিয়া কাপের আগে বেঙ্গালুরুর আলুরে ফিটনেস ক্যাম্পে আছেন ভারতীয় ক্রিকেটাররা। ফিটনেস টেস্ট করতে চলছে ইয়ো-ইয়ো টেস্ট। ইয়ো-ইয়ো টেস্টে ১৮.৭ স্কোর করেছেন গিল। এই টেস্টে কোহলির স্কোর ১৭.২। নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, ‘এখন পর্যন্ত গিল সর্বোচ্চ ১৮.৭ পেয়েছে। অধিকাংশ ক্রিকেটারের স্কোর ১৬.৫ থেকে ১৮ এর মধ্যে।’ জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, তিলক ভার্মা, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসনের এখনো ইয়ো ইয়ো টেস্ট করতে বাকি। বিসিসিআইয়ের মতে, ফিটনেস টেস্টে পাশ করতে হলে ১৬.৫ পেতে হবে।