মেয়ে হয়ে গান করছি, এটা এলাকার অনেকেই ভালোভাবে দেখেনি

প্রথম আলো প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১৭:৫২

‘নয়া দামান’ গান দিয়ে রাতারাতি শ্রোতাদের কাছে পরিচিত হয়ে ওঠেন সিলেটের মেয়ে তসিবা বেগম। এখন নিয়মিত গান ও স্টেজ শো করছেন। সম্প্রতি তাঁর ‘কালাচান’, ‘কালা ভ্রমরা’ ও ইত্যাদিতে গাওয়া ‘পালঙ্ক সাজাইলাম গো’ গানগুলো প্রশংসা পেয়েছে। গান ও অন্যান্য ব্যস্ততা নিয়ে গতকাল শুক্রবার তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন  


কেমন আছেন?


তসিবা বেগম: ভালো আছি, কিন্তু সব মিলিয়ে অনেক ব্যস্ত সময় যাচ্ছে।  


কী নিয়ে এত ব্যস্ততা?


তসিবা বেগম: গান নিয়ে তো আছেই। হাতে ১৫টির মতো গান রয়েছে। এ ছাড়া এক মাসের জন্য দেশের বাইরে গান করতে যাচ্ছি। সে কারণে আজ সিলেট যাব। পরে সেখান থেকে যুক্তরাজ্য। এক মাস সেখানে থাকব।


এবার কি প্রথম যুক্তরাজ্যে যাচ্ছেন?


তসিবা বেগম: হুম। আমাদের এলাকার প্রতি ঘর থেকে দু-একজন সিলেটে থাকেই। আমার চাচা, ফুফু, মামা, খালা, বোনসহ অনেক আত্মীয় থাকেন। আমার ৮০ ভাগ আত্মীয়স্বজন লন্ডন থাকেন। বলা যায়, শুধু আমার মা-বাবাই দেশে। তবে আমি প্রথমবার যুক্তরাজ্যে যাচ্ছি। পরিবারের সবার সঙ্গে দেখা করব। দেশের মতোই ভালো একটা সময় কাটবে। সেখানে সবাই আমার জন্য অপেক্ষা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us