সন্তান স্কুল কামাই করলে অভিভাবকের হাজতবাসের মতো সাজা হবে। এমন ঘোষণা দিয়েছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। কোনো কারণ ছাড়া ২০ দিন স্কুলে শিক্ষার্থী অনুপস্থিত থাকলে কারাগারে যেতে হতে পারে তাঁর অভিভাবককে।
কিছু শিক্ষার্থী কোনো কারণ ছাড়াই দিনের পর দিন স্কুলে অনুপস্থিত থাকে। এ ক্ষেত্রে উপযুক্ত কারণ দেখাতে না পারলে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের কারাগারে পাঠানো হবে। সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মক্কা নিউজের বরাত দিয়ে গালফ নিউজের খবরে এ কথা বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে সে বিষয়ে পাবলিক প্রসিকিউশন অফিস বিষয়টি তার অভিভাবকদের জানাবেন। পরে বিষয়টি নিয়ে তদন্তও করবে এ অফিস।
এ ব্যাপারে অভিভাবকদের গাফিলতি পাওয়া গেলে পাবলিক প্রসিকিউশন অফিস ফৌজদারি আদালতে মামলা করতে পারবে। আদালত তদন্ত সাপেক্ষে অভিভাবকদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারবেন।