ভারতের তামিল নাড়ুতে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লেগে অন্তত ১০ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন।
শনিবার সকালে রাজ্যটির মাদুরাই রেলস্টেশনে বড় ধরনের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রেলওয়ে জানিয়েছে, কামরাটিতে থাকা একটি ‘অবৈধ গ্যাস সিলিন্ডার’ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, উত্তর প্রদেশের লখনৌ থেকে একদল লোক কামরাটি ‘রিজার্ভ’ করে এসেছিল।
ঘটনা তদন্তে স্টেশনে আসা মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, কামরাটিতে লাগা আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে, আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।