চন্দ্রযান-৩ এর সাফল্যে মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে ফিরেই ইসরোতে যান তিনি। পরে অবতরণস্থলের নাম রেখেছেন ‘শিবশক্তি’।
শনিবার সকালে ইসরো পৌঁছে এ নামকরণ করেন দেশটির প্রধানমন্ত্রী। খবর- আনন্দবাজারের।
দুই দেশের সফর শেষ করে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে শনিবার সকালে বেঙ্গালুরু পৌঁছান প্রধানমন্ত্রী। সকালে বিমানবন্দরের বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। মোদি বলেন, ‘জয় বিজ্ঞান জয় অনুসন্ধান।’