শীত-গরম-বৃষ্টি, আবহাওয়া যেমনই থাক না কেন, রাস্তায় দাঁড়িয়ে হাতের ইশারা চালিয়ে যেতে হয় ট্রাফিক পুলিশকে। গরম যখন তীব্র হয় তাদের দায়িত্ব পালনও তখন কঠিন হয়ে যায়। গরমের দিনগুলোর কথা চিন্তা করে তাদের জন্য বিশেষ এক ধরনের হেলমেট দেওয়ার পরিকল্পনা করেছে কলকাতার লালবাজার। এর নাম দেওয়া হয়েছে ‘এসি হেলমেট।’
কলকাতার পুলিশ সূত্র দিয়ে আনন্দবাজার লিখেছে- অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই এসি হেলমেটের ঠান্ডা করার যন্ত্র চলে ব্যাটারিতে। সেটি এক বার চার্জ দিলে প্রায় আট ঘণ্টা পর্যন্ত কাজ করে। পাশাপাশি, এই হেলমেট ধুলার দূষণ থেকেও খানিকটা রক্ষা করবে পুলিশকর্মীদের।