১. ইনহেলারের নেশা হতে পারে
হাঁপানি দীর্ঘমেয়াদি রোগ। সম্পূর্ণভাবে সারে না। তবে ইনহেলার ব্যবহার করে নিয়ন্ত্রণে রাখা যায়। ইনহেলার হাঁপানি রোগীদের সমস্যা তাৎক্ষণিকভাবে দূর করে। আবার দীর্ঘ মেয়াদের ইনহেলারও আছে। এই ইনহেলার আপনার সমস্যা দীর্ঘ মেয়াদে নিরাময় করতে সাহায্য করে। এ ক্ষেত্রে নেশার কোনো বিষয় নেই। যেমন একজন ব্যক্তি ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপের ওষুধ সারা জীবন খেয়ে যান, তেমনই হাঁপানিতে ইনহেলার নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
২. ইনহেলারের স্টেরয়েড শরীরের জন্য ক্ষতিকর
ইনহেলারে স্টেরয়েড থাকে নামমাত্র। এটুকু স্টেরয়েড আপনার কোনো ক্ষতি করতে পারে না। বরং ইনহেলারে থাকা স্টেরয়েড হাঁপানি রোগীর কষ্ট কমাতে দারুণভাবে সাহায্য করে।
৩. ওষুধ খেলে ইনহেলারের চেয়ে বেশি লাভ
এটিও ভুল ধারণা। কারণ, মুখে ওষুধ খেলে তা প্রথমে পেটে যায়, তারপর কিছু প্রক্রিয়া শেষে তা কাজ শুরু করে। কিন্তু ইনহেলার সরাসরি ফুসফুসে পৌঁছে যায়। অর্থাৎ ওষুধটা সরাসরি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর ফলে কাজ শুরু হয় দ্রুত। তা ছাড়া মুখে খাওয়ার ওষুধের চেয়ে ইনহেলারের পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম।