প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাস’ নামে যে সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে, তাতে বাড়তি সুবিধা পাওয়া যাবে। চাঁদার বিপরীতে ২ দশমিক ৫ শতাংশ হারে প্রণোদনা মিলবে। তবে প্রণোদনার অর্থ পেনশন হিসাবে জমা হবে না। তা জমা হবে চাঁদাদাতার ব্যাংক হিসাবে। কিংবা চাঁদাদাতা যাঁকে টাকা তোলার অনুমতি দেবেন, তিনিও প্রণোদনার অর্থ তুলতে পারবেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধনের দিন যেমন বলা হয়নি, তেমনি তার আগে ১৩ আগস্ট জারি করা সর্বজনীন পেনশন স্কিম বিধিমালায়ও উল্লেখ করা হয়নি যে প্রবাসী বাংলাদেশিরা চাঁদার বিপরীতে প্রণোদনা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ গত সোমবার বৈঠক করে প্রবাস স্কিমে প্রণোদনা দেওয়ার নতুন সিদ্ধান্ত নেয়। বৈঠক থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সম্মতি চাইলে তিনিও এ ব্যাপারে ইতিবাচক মত দেন। সংশ্লিষ্ট সূত্রগুলো গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানায়।