ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন যদি সত্যিই বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন এবং তার ভাড়াটে সেনাদলের নিয়ন্ত্রণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে গিয়ে পড়ে তবে দলটি আগের থেকেও বেশি বিপজ্জনক হয়ে উঠবে বলে মনে করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।
রাশিয়ার তিভিয়ের অঞ্চলে বুধবার বিধ্বস্ত একটি বিমানে যাত্রী তালিকায় দেশটির ভাড়াটে সেনাদের দল ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের নাম ছিল। বিধ্বস্ত ওই বিমানের সব আরোহী মারা গেছেন, এমনটা দাবি করেছেন রাশিয়ার বেসামরিক বিমান সংস্থার কর্মকর্তারা। প্রিগোজিনের সঙ্গে তার প্রধান সহচর দিমিত্রি ইউতকিনও ওই বিমানে ছিলেন বলে নিশ্চিত করেছেন তারা।