ভিডিও কল করা যাবে টুইটারে

দেশ রূপান্তর প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১৭:১৪

ভিডিও কলিং ফিচার যুক্ত হচ্ছে টুইটারে। সংবাদমাধ্যম এনগেজেটের সূত্রে জানা যায়, এটি প্রতিষ্ঠানটির বর্তমান সিইও লিন্ডা ইয়াক্কারিনো এবং মালিক ইলন মাস্কের যৌথ পরিকল্পনার অংশ। এটিকে তারা সবকিছুর প্ল্যাটফরম হিসেবে গড়ে তুলতে চান।


সিএনবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডা বলেন, খুব শিগগিরই আপনারা কোনো ফোন নম্বর শেয়ার না করে ভিডিও চ্যাটে অংশ নিতে পারবেন এই প্ল্যাটফরম থেকে। লিন্ডা এবং মাস্কের অন্যান্য পরিকল্পনার মধ্যে থাকছে দীর্ঘমেয়াদি ভিডিও, পেমেন্ট ও ক্রিয়েটর সাবস্ক্রিপশন।


এনগেজেট আরও জানায়, নতুন এই ফিচার ব্যবহারকারীদের জরুরি চাহিদা কতটা মেটাতে পারবে তা নিশ্চিত নয়। বাজারে ভিডিও চ্যাটের অনেক ভালো ভালো প্ল্যাটফরম রয়েছে যেমন জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিট, অ্যাপল ফেসটাইমসহ অনেক কিছু। তবে মাস্ক এবং লিন্ডা মিলে প্রতিষ্ঠানটিকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন। লিন্ডা বলেন, টুইটার রিব্র্যান্ড করার মূলে যা রয়েছে তা হলো আমাদের মনকে উন্মুক্ত করতে হবে যেখানে ফ্রি এক্সপ্রেশনের সহায়তায় গ্লোবাল টাউন স্কয়ারের অগ্রগতি হচ্ছে এবং জনগণ রিয়েল টাইমে সেখানে অংশ নিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us