বিচারপতিকে নিয়ে মন্তব্য: দিনাজপুরের মেয়রের ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১৬:২৮

এক বিচারপতিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার ঘটনায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।


বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে তিনি ক্ষমা প্রার্থনা করেন।


গত ৩ অগাস্ট সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শফিক রায়হান শাওন ও মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী।


আবেদনকারীদের পক্ষে বৃহস্পতিবার শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। মেয়রের পক্ষে ছিলেন রুহুল কুদ্দুস কাজল।


শুনানি শেষে মেয়রের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের পরবর্তী শুনানির জন্য ১২ অক্টোবর তারিখ রাখে আপিল বিভাগ। ওইদিনও মেয়র জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us