জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ‘অমানুষিক নির্যাতন ও হয়রানি’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতৃবৃন্দকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেন তিনি।
বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠনটির নেতারা সাংবাদিকদের বলেন, এক যুগের বেশি সময় ধরে অনেক নেতা-কর্মী বাড়িতে যেতে পারে না। অনেকে আতঙ্কে দিনে দুই ঘণ্টার বেশি ঘুমাতে পারেন না। রাষ্ট্রীয় বাহিনী সব সময় তাঁদের ধাওয়া দিয়ে বেড়াচ্ছে।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সংবাদ সম্মেলনে বলে, গণতন্ত্রের পক্ষে, গণমানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায়, সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই যত বেগবান হচ্ছে, শহীদের সংখ্যা, গ্রেপ্তারের সংখ্যা, আহতের সংখ্যা, পঙ্গুত্বের সংখ্যা, গুমের সংখ্যা, অস্ত্র উদ্ধারের মতো দুর্বল স্ক্রিপ্টের নাটকের সংখ্যা ততো বেশি দীর্ঘতর হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা–কর্মীরা স্পষ্ট চিত্তে বলতে চাই, অবৈধ ক্ষমতার দখলদারদের এ ধরনের নিপীড়ন-নির্যাতন, মোসাহেবদের হুমকি-ধমকি, নানান কল্পকাহিনী সাজানোতে আমরা ন্যূনতমও বিচলিত নই। গণতন্ত্রের পক্ষে আমাদের যে রক্তস্নাত পথচলা, সেই পথচলা কোনো কিছুতেই থামবেনা, থামানো যাবে না।