ওয়াশিংটন ডিসিতে এসেছি বইমেলার উদ্বোধন করতে। শুধু তা-ই নয়, বইমেলার নানান অনুষ্ঠানে অংশ নিতেও। বইমেলা হবে ২৬ ও ২৭ আগস্ট। একটু আগেই চলে এলাম। কারণ টেক্সাসের ডালাসে আমার দুটি আগ্রহ ছিল—আমার পুত্র এখানে থাকে এবং আকৈশোরের সেই কাউবয় ছবির পটভূমি এই টেক্সাস।
আসার পর একটা আনন্দময় ঘটনা ঘটে গেল। এখানে এসেই চারদিকের টেলিফোন। এখানকার বাঙালিদের নাট্য সংগঠন ডালাস বাংলা থিয়েটারের নাটক হবে পরের দিন। আগাথা ক্রিস্টির গল্প অবলম্বনে আব্দুস সেলিমের অনুবাদে নাটক ‘মাউস ট্র্যাপ’। লন্ডনে নাটকটি চলছে ৭০ বছর ধরে। বন্ধুবর সেলিমও নিউইয়র্ক থেকে এসেছেন, সঙ্গে আমাদের নাটকের জাদুঘরের উদ্যোক্তা ড. বাবুল বিশ্বাস। আমার প্রবল উৎসাহ ডালাস শহরের বাইরে কাউবয়দের রাজ্যে যাব। তা আর হলো না। নাটক দেখতেই গেলাম। বেশ কজন অভিনেতা আমার পূর্বপরিচিত, বন্ধুপ্রতিম। আনিসুজ্জামান মানিক, জিয়া—ওদের সঙ্গে ঢাকাতেই বহুদিনের সম্পর্ক।