টুইটারের মালিকানা ইলন মাস্ক হাতে নেওয়ার পর থেকেই একের পর এক বদল আসছে সাইটটিতে। কিছুদিন আগেই গ্রাহকদের ইলন মাস্ক জানিয়েছে টুইটারে খবর পড়তে হলে টাকা লাগবে ব্যবহাকারীদের। অর্থাৎ সাবস্ক্রিপশনের পরই তারা এই প্ল্যাটফর্মে দেশ-বিদেশের বিভিন্ন পোর্টালের খবর পড়তে পারবেন।
এবার নিয়ে এলো নতুন ঘোষণা, এখন থেকে টুইটারে খবরের শিরোনাম দেখা যাবে না। অর্থাৎ, সংবাদমাধ্যমগুলো আগের নিয়মে আর এই প্ল্যাটফর্মে খবর পোস্ট করতে পারবে না। এতদিন কোনো খবরের লিংক সেখানে পোস্ট করলে ছবি এবং তার নিচে খবরের শিরোনামটি দেখায়। কিন্তু এবার আর শিরোনাম দেখা যাবে না।