হিমাচলের কুল্লুতে ভূমিধসে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১৫:৩৫

ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় ব্যাপক ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


গণমাধ্যমে আসা ভূমিধসের ভিডিওগুলোতে দেখা গেছে, অনেকগুলো বহুতল ভবন ধসে পড়ছে, ভূমিধসটি পেছনে ধ্বংসস্তূপ ও আবর্জনার বিশাল একটি ধারা রেখে এসেছে।


ধ্বংসস্তূপের মধ্যে যারা আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে, তাদের উদ্ধারে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীসহ (এসডিআরএফ) অন্যান্য জরুরি পরিষেবা বাহিনীগুলো মোতায়েন করা হয়েছে।


হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, “আন্নি, কুল্লু থেকে উদ্বিগ্ন হওয়ার মতো চিত্র পাওয়া যাচ্ছে। বিধ্বংসী এক ভূমিধসে একটি বিশাল বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। এটি উল্লেখযোগ্য যে, প্রশাসন ঝুঁকি শনাক্ত করে দুই দিন আগেই ভবনটি খালি করে ফেলেছিল।”


হিমাচল প্রদেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুন্ডু এনডিটিভিকে জানিয়েছেন, এ ঘটনায় কারও প্রাণহানি হয়নি কারণ সাবধানতা অবলম্বন করে আগেই সেখানে থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us