অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বিহারের মোজাফফরপুর থেকে মুম্বাইয়ে এসেছিলেন ফলক খান। বেশ কয়েক বছর সংগ্রামের পর অবশেষে সাফল্যের মুখ দেখেছেন তিনি। তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘চম্পারণ মাটন’ অস্কারের দৌড়ে শামিল হয়েছে। নিজের এই ফিল্মি ভ্রমণ নিয়ে আরও অনেক স্বপ্নে মশগুল এই নায়িকা।
মুম্বাইয়ে ছয় কি সাত বছরের সংগ্রামের পর অবশেষে একটু পরিচিতি হয়েছে অভিনেত্রী ফলক খানের। ‘চম্পারণ মাটন’ ছবির হাত ধরে আজ তাঁর এই পরিচিতি।
আজ ফলকের এই ছবি আন্তর্জাতিক আঙিনায় পৌঁছে গেছে। এই নবাগত অভিনেত্রী এ প্রসঙ্গে ফিল্মি বিটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এই ছবির পুরো দলের কাছে কৃতজ্ঞ। এই সাফল্য আমাদের সবার কঠিন পরিশ্রমের ফলমাত্র।’