চাঁদের রহস্যে ঘেরা দক্ষিণ মেরুতে প্রথম কোনো দেশ হিসেবে পা রাখল ভারত। আর এ দিনকে ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগােযোগ মাধ্যম এক্স-এ তিনি লেখেন, আজকের দিনটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থার জন্য ঐতিহাসিক দিন।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩ এর অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে। ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি ইসরোর আয়োজনে যুক্ত হন।উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের ওই অংশে নামে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার।চন্দ্রযান-৩ যেখানে নেমেছে, চাঁদের ওই অঞ্চলে বরফ পানি অথবা জমাট বাঁধা বরফ রয়েছে।