কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড একজন উৎসাহী সাইকেল চালক এবং নিজের কোনো গাড়ি নেই বলে দাবি তার, কিন্তু তিনিই উচ্চগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনেছেন।
মঙ্গলবার তার এক মুখপাত্র জানিয়েছেন, নিজ রাজ্য আলবার্টায় উচ্চগতিতে গাড়ি চালানোর জন্য ২০০ ডলার (২৭৩ কানাডিয়ান ডলার) জরিমানা দিয়েছেন তিনি।
আলবার্টার গ্রান্ডে প্রেইরি ও পিস রিভার শহরের মধ্যবর্তী সড়কে ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালানো অবস্থায় ধরা পড়েন ফ্রিল্যান্ড, এরপর জরিমানার পুরো অর্থ পরিশোধ করে দেন বলে তার মুখপাত্র ক্যাথেরিন কাপলিনস্কেস জানিয়েছেন।
কাউন্টার সিগন্যাল ওয়েবসাইট এ খবর প্রথম প্রকাশ করে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।