লম্বা জার্নির প্রায় শেষ প্রান্তে ‘এমআর-৯’ টিম। দু’দিন পরই (২৫ আগস্ট) মুক্তি পাচ্ছে ছবিটি। তাই প্রত্যেকের মনেই স্বস্তি এবং উচ্ছ্বাসের মাত্রা প্রায় সমান। একদিকে দীর্ঘ দিনের পরিশ্রমের ফল দর্শকের হাতে তুলে দেয়ার উচ্ছ্বাস, আবার সেই দর্শক কেমনভাবে তা গ্রহণ করবেন, এই ভাবনাও কাজ করছে তাদের মনে। ছবির মূল তারকা এবিএম সুমনের কথায় অন্তত এরকমই আভাস পাওয়া গেলো।
মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ‘এমআর-৯’ সিনেমার সংশ্লিষ্টরা। সেখানেই পর্দার মাসুদ রানা তথা এবিএম সুমন বলেন, ‘নিজেকে ফ্রোজেন মনে হচ্ছে। এত কিছুর পর অবশেষে সিনেমাটি আসছে। এই অনুভূতি বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই। এর আগে এত বড় সিনেমায় লিড করার সুযোগ হয়নি, এটাই হয়ত এমন উচ্ছ্বাসের কারণ। আর ছবিটা দেখার পর মাসুদ রানার প্রেমে সবাই পড়ুক, এটাই চাই। সবাই যদি প্রেমে না পড়ে, তাহলে এটা করে আর লাভ কী!’