নোরা ও জ্যাকলিনের লড়াই তুঙ্গে। আদালতে নোরা ফাতেহি মানহানির মামলা করেছে জ্যাকলিন ফার্নান্ডেজের নামে। তাদের বিবাদের প্রভাব পড়েছে কাজের ক্ষেত্রেও। জ্যাকলিনকে সিনেমা থেকে সরিয়ে তার জায়গা নিয়ে নিয়েছেন নোরা। প্রথমবার বলিউডে প্রধান নারী চরিত্রে সুযোগ পেলেন তিনি।
‘ক্র্যাক: জিতেগা তোহ জিয়েগা’-তে কাজ করার কথা ছিল জ্যাকলিনের। জানা গেছে ছবি থেকে জ্যাকলিনকে সরিয়ে নেয়া হয়েছে নোরাকে। এই সিনেমায় কাজ করার কথা আছে বিদ্যুৎ জাম্মওয়াল এবং অর্জুন রামপালের। ছবিটির প্রযোজনার দায়িত্ব টি সিরিজের হাতে যেতেই বদলে ফেলা হলো নায়িকা।