প্রোটিয়াদের নারী ক্রিকেটাররা পাবেন ছেলেদের সমান ম্যাচ ফি

চ্যানেল আই প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ১০:৫৫

আন্তর্জাতিক ক্রিকেটে ছেলে ও মেয়েদের সমান ম্যাচ ফি দেয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিতে নিউজিল্যান্ড ও ভারতের পথ অনুসরণ করেই সিএসএ নিয়েছে এমন সিদ্ধান্ত। আগামী সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার মেয়েরা পাকিস্তান সফরে যাবে। এই দ্বিপক্ষীয় সিরিজ থেকেই নতুন ম্যাচ ফি কার্যকর হবে।


টেস্ট ম্যাচ খেলার জন্য প্রোটিয়াদের ছেলে ক্রিকেটাররা বর্তমানে ৪ হাজার ৫০০ ডলার পান। ওয়ানডেতে ১ হাজার ২০০ ডলার ও টি-টুয়েন্টির জন্য পাব ৮০০ ডলার।


মেয়েদের ক্রিকেটের জন্য সিএসএ আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে সাউথ আফ্রিকায় ছয় দলের পেশাদার ঘরোয়া কাঠামো উন্মোচন করেছে। ১৬ দলের কাঠামোতে দুই স্তরে খেলা হয়। প্রথম স্তরে শীর্ষ ছয় দল, দ্বিতীয় স্তরে নিচের ১০ দল, এই ১০ দলকে ভাগ করা হয় দুই গ্রুপে। যেখানে থাকে উত্তরণ ও অবনমন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us