চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আন্তর্জাতিক বাজারে পোল্ট্রি ফিড তৈরির উপকরণের দাম কমলেও স্থানীয়ভাবে উত্পাদিত ফিডের দাম কমছে না।
দেশের মধ্যম ও নিম্নআয়ের মানুষের আমিষের প্রধান উৎস ডিম ও ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ার ৩ কারণের মধ্যে এটি একটি।
গত ১২ আগস্ট ঢাকায় ৩ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে কেজিপ্রতি ১৮০ টাকায় পৌঁছে।
রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে দেখা গেছে, বাদামি ডিমের দাম প্রতি ডজন ২০ টাকা বেশি হয়ে এমন অবস্থায় পৌঁছেছে যা দিয়ে ১ কেজি ব্রয়লার মুরগির মাংস কেনা যায়।
সংশ্লিষ্টরা বলছেন—অন্য ২ কারণের মধ্যে আছে ডিমের উত্পাদন কম হওয়া ও অসাধু ব্যবসায়ীদের বাজার কারসাজি।