যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে শক্তিশালী মৌসুমি ঝড় ‘হিলারি’ আঘাত হেনেছে। এর আগমুহূর্তে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়েছে।
হিলারি আঘাত হানার আগে রোববার ঝড়টি মেক্সিকো অতিক্রম করে। সতর্কতা জারি করা হয়েছে বড় ধরনের হড়পা বানের। এই মৌসুমি ঝড়ের আঘাতে ‘প্রাণঘাতী’ বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ক্যালিফোর্নিয়ায় বন্যার পাশাপাশি ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। খবর- বিবিসি
লস অ্যাঞ্জেলেসে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেয়র কারেন বাস একে ‘নজিরবিহীন আবহাওয়া’ বলে মন্তব্য করে বলেছেন, ‘সবাই নিরাপদ থাকুন, বাড়িতে থাকুন, সচেতন থাকুন। লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। মৌসুমি ঝড় হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’