সাবান, গ্লিসারিন,গুঁড়া সাবানের দাম কমাল স্কয়ার টয়লেট্রিজ

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০৭:৩২

বিশ্ববাজারে নিত্যব্যবহার্য পণ্যের কাঁচামালের দাম কমার সুফল পাচ্ছেন এ দেশের ভোক্তারাও। কারণ, কাঁচামালের দাম কমে যাওয়ায় সাবান, গ্লিসারিন, গুঁড়া সাবান বা ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিনের মতো নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্যের দাম কমিয়েছে দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি (ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস) কোম্পানি স্কয়ার টয়লেট্রিজ।


এমন এক সময়ে স্কয়ার টয়লেট্রিজ তাদের বিভিন্ন ধরনের নিত্যব্যবহার্য সামগ্রীর দাম কমিয়েছে, যখন বাজারে ভোগ্যপণ্য থেকে শুরু করে কমবেশি সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ। স্কয়ার টয়লেট্রিজ বলছে, তাদের সাবান, গ্লিসারিন, কাপড় ধোয়ার গুঁড়া সাবানসহ বিভিন্ন ধরনের পণ্যের দাম কমানোর সিদ্ধান্তের ফলে ক্রেতারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।


কোম্পানিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পণ্যভেদে তাঁরা সর্বনিম্ন ২ টাকা থেকে সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত দাম কমিয়েছেন। সব মিলিয়ে বিভিন্ন ওজন বা পরিমাপের ২৫ ধরনের প্যাকের দাম কমিয়েছেন তাঁরা। গত ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে এ দাম কমানো হয়। যার সুফল এখন পাচ্ছেন ভোক্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us