চাল, গম, চিনি, ডাল, পেঁয়াজ, আদা ও রসুন আমদানিতে বাংলাদেশের জন্য বার্ষিক কোটা রাখতে ভারত সরকারের কাছে ফের প্রস্তাব পাঠানো হচ্ছে। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী পণ্যের সংখ্যা ও পরিমাণ সংশোধন করে গতকালই পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রস্তাব আকারে ভারত সরকারের কাছে পাঠাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন প্রস্তাব অনুযায়ী, প্রতিবছর সাড়ে ১৫ লাখ টন চাল, ২৬ লাখ টন গম, ১০ লাখ টন চিনি, ১ লাখ টন মসুর ডাল, ৮ লাখ টন পেঁয়াজ, ৫০ হাজার টন আদা এবং ৭০ হাজার টন রসুন আমদানির কোটা চায় বাংলাদেশ। এর মধ্যে ৫ থেকে ৮ লাখ টন চাল, ৫ থেকে ৭ লাখ টন গম, ১ লাখ টন মসুর ডাল এবং ২০ হাজার টন পেঁয়াজ সরকারিভাবে আমদানি করা হবে। বাকি চাল, গম, পেঁয়াজ ও অন্যান্য পণ্য বেসরকারি খাতের ব্যবসায়ীরা আমদানি করবেন।