নন­-ক্যাডার নিয়োগের জট খুলুক

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০৩:৩০

বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএসের নন-ক্যাডার পদে আট সহস্র প্রার্থীর নিয়োগ পাঁচ বৎসর অনিষ্পন্ন থাকা শুধু অনাকাঙ্ক্ষিতই নহে, বিস্ময়করও বটে।


৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর এবং প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় যথাক্রমে ২০১৯ সালের ৩ মে এবং ২০২০ সালের ৪ জানুয়ারি। করোনাজনিত বিলম্ব শেষে চূড়ান্ত ফল ঘোষিত হয় গত বৎসরের ৩০ মার্চ। অথচ অদ্যাবধি উক্ত বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ হয় নাই। প্রথমে নিয়োগবিধির দোহাই দেওয়া হইল। কিন্তু নিয়োগবিধি প্রণয়নের পর পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন যখন সুপারিশ করিতে গেল, তখন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি উহার আওতাধীন ১৫৬ জন সহকারী প্রকৌশলীর নিয়োগ কার্যক্রম স্থগিত করিতে বলে।


স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট চাকুরিপ্রত্যাশীরা এলজিইডির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যান এবং আদালত তাহাদের পক্ষে রায় দেন। কিন্তু এলজিইডি আপিল বিভাগে ইহার বিরুদ্ধে আপিল করিলে পিএসসি পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই লাল ফিতায় বাঁধিয়া দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us