ইয়ারবাড থেকেই ফোনের কল রিসিভ করতে পারবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ২০:৩২

বর্তমানে ওয়্যারলেস ইয়ারফোন বেশ জনপ্রিয়। সহজেই বহন করা যায় এবং তার পেঁচিয়ে যাওয়ার ঝামেলা না থাকায় এর চাহিদা বেড়েই চলেছে। বিভিন্ন সংস্থা তাদের ইয়ারবাড আছে বাজারে। জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা রিয়েলমি একের পর এক ইয়ারবাড আনছে বাজারে। এবার আনলো তাদের ইয়ারবাড সিরিজের পঞ্চম প্রজন্ম।


রিয়েলমি বাডস এয়ার ৫-এ থাকছে নতুন নতুন ফিচার। এর সবচেয়ে মজার ফিচার হচ্ছে ফোনে কল এলে পকেট থেকে বের করতে হবে না ইয়ারবাড থেকেই রিসিভ করতে পারবেন।


এতে আরও ভালো অডিও ফিচার দেওয়া হয়েছে। ১২.৪ এমএম-এর বড় একটি সাউন্ড ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এছাড়াও, অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশনও থাকবে, যা ৫০ডিবি পর্যন্ত শব্দকে আটকাতে পারে। ফলে সাউন্ড কোয়ালিটি আরও ভালো হবে বলে জানিয়েছে কোম্পানি। এই ইয়ারবাডগুলোতে ৬টি ইন-বিল্ড মাইক্রোফোনও থাকবে, যা ব্যাকগ্রাউন্ডের শব্দ কমাতে সাহায্য করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us