আলঝেইমার রোগ এক ধরনের বার্ধক্যজনিত ও সুস্পষ্ট কারণবিহীন স্নায়বিক অবক্ষয়মূলক রোগ। এটি হলো ডিমেনশিয়ার একটি সাধারণ রূপ ও মস্তিস্কের ক্ষয়জনিত রোগ। এই রোগে আক্রান্ত হলে মস্তিষ্কের কোষগুলো আস্তে আস্তে মারা যায়।
সাধারণত ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে এই রোগ দেখা দেয়। আবার কোনো ক্ষেত্রে কম বয়সী মানুষের মধ্যেও এই রোগ হতে পারে। আলঝেইমার রোগ আক্রান্তরা প্রথমে সামান্য বিভ্রান্ত হয় এবং অনেক কিছু ভুলে যেতে শুরু করে।
আলঝেইমার কেন হয়?
১. আলঝেইমার রোগের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও অজানা। তবে ধারণা করা হয়, আক্রান্ত ব্যক্তিদের এক ধরনের প্রোটিনের উৎপন্নের কারণে মস্তিষ্কের কোষ বা সেলের মৃত্যু হয় যার ফলে এই রোগ দেখা দেয়।
২. পারিবারিক ইতিহাস অর্থাৎ অনেক সময় পরিবারের কেউ যদি এই রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আলঝেইমার হওয়ার সম্ভাবনা বেশি।
৩. জেনেটিক কারণেও আলঝেইমার হয় অর্থাৎ কিছু জিন আলঝেইমার রোগের সাথে যুক্ত রয়েছে।
৪. পূর্বে মস্তিষ্কে কোন আঘাত পেয়ে থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
৫. এ ছাড়া বিষণ্ণতা, ধূমপান, হৃদরোগের কারণেও অনেকে আলঝেইমার রোগে আক্রান্ত হন।