‘ব্লু লাইট ফিল্টার’ দেওয়া কাচ চোখ বাঁচাতে পারে না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ১৭:৫৬

কম্পিউটার বা মোবাইল ফোনের নীল রশ্মি থেকে রক্ষা পেতে অনেকেই ‘ব্লু লাইটি’ প্রতিরক্ষক কাচ চশমায় ব্যবহার করেন।


তবে সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে গবেষকরা, এই কাচ ব্যবহারের আগে বেহুদা টাকা খরচ করবেন কি-না সে বিষয়ে দ্বিতীয়বার ভাবার কথা বলছেন।


এই গবেষণা পত্রের জ্যেষ্ঠ লেখক, অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অফ মেলবোর্ন’য়ের ‘অপ্টোমেট্রি’র সহযোগী অধ্যাপক এবং ‘ভিশন সায়েন্স অ্যান্ড অ্যান্টিরিয়র’ বিভাগের পরিচালক লরা ডওনি বলেন, “চশমায় ‘ব্লু লাইট ফিল্টার’ দেওয়া কাচ ব্যবহারে স্বল্প-মেয়াদে কোনো সুবিধা নেই।”


সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি এক বিবৃতিতে আরও বলেন, “আমারা এখনও পরিষ্কার না এই ধরনের কাচ ঘুমের নাকি দৃষ্টিশক্তিতে ভালো কোনো প্রভাব রাখে। আর দীর্ঘমেয়াদে রেটিনার স্বাস্থ্যের ওপরেও কোনো বিশেষ প্রভাব রাখছে কিনা সে ব্যাপারেও উপসংহার টানা যাচ্ছে না।”


ওহিও’তে অবস্থিত ক্লিভল্যান্ড ক্লিনিক’য়ের ‘কোল আই ইন্সটিটিউট’য়ের চক্ষু ও কর্নিয়া বিশেষজ্ঞ ডা. ক্রেইগ সি এই বিষয়ে বলেন, “বেশিরভাগ মানুষ জানেন, যান্ত্রিক পর্দার নীল রশ্মির কারণে চোখে কড়কড়ে অনুভূতি হয়। বাস্তবে বিষয় তা নয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us