ডাবের পানিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় খনিজ পদার্থ, ইলেক্ট্রোলাইটস, প্রাকৃতিক শর্করা এবং ভিটামিন থাকে। এই পানি কেবল স্বাস্থ্যের জন্যই ভালো নয়, পাশাপাশি আপনার চুলের জন্যও একটি স্বাস্থ্যকর ও হাইড্রেটিং উপাদান। সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন ডাবের পানি দিয়ে। এতে মিলবে অনেক উপকার। জেনে নিন চুলের যত্নে ডাবের পানি ব্যবহারের কিছু উপাকারিতা সম্পর্কে।
হাইড্রেটেড রাখে চুল
ডাবের পানির হাইড্রেটিং ক্ষমতা প্রখর। তৃষ্ণা পেলে যেমন ডাবের পানি আমাদের তৃষ্ণা মেটায়, তেমনি চুলও হাইড্রেটেড থাকে। এতে লরিক অ্যাসিড রয়েছে, যা একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ফ্যাটি অ্যাসিড। এটি রুক্ষ চুলে আর্দ্রতা যোগ করতে সাহায্য করে।